পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোকে অলরাউন্ডারের মতো ব্যবহার করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। কখন রাইট ব্যাকে, কখন লেফট ব্যাকে খেলিয়েছেন তাকে। 

এরপর দরকার ফুরোতেই ক্যানসেলোকে ধারে পাঠিয়ে দেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখে। তাকে কেনার শর্তে ধারে দলে নিলেও জার্মান ক্লাবটি ৭০ মিলিয়ন ইউরো দিয়ে কেনার সিদ্ধান্তে আসতে পারেনি। আবার ধারের মেয়াদ শেষ হলেও ম্যানসিটিতে খেলা নিশ্চিত নয় তার। 

পর্তুগিজ ডিফেন্ডার শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার নিয়ে যখন চিন্তিত তখন তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে আর্সেনাল। এরপর লা লিগা জয়ী বার্সেলোনা তাকে কেনার বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করে। 

ক্যানসেলেকে কেনার লড়াই বার্সা-আর্সেনালের মধ্যে হবে বলেই মনে হচ্ছিল। সংবাদ মাধ্যম স্পোর্টস-ওয়ান দাবি করেছে, ওই লড়াইয়ে প্রবেশ করেছে রিয়াল মাদ্রিদ। টেকটিক্যালি কার্যকর এই ডিফেন্ডারকে কেনা যায় কিনা খোঁজ খবর নিচ্ছে লস ব্লাঙ্কোসরা। 

রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক সামলানোর জন্য দানি কারভাহাল আছেন। তবে সব সময় তিনি দলের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছেন। কারভাহালের যথাযথ বিকল্পও নেই। লুকাস ভাসকেস মৌসুম শেষে ক্লাব ছাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস তোবায়েসও আস্থা দেওয়ার মতো উন্নতি করেননি। 

ওদিকে লেফট ব্যাকেও রিয়ালের বড় সমস্যা আছে। ফারল্যান্ড মেন্ডি ইনজুরিতে মৌসুমের অধিকাংশ সময় মাঠের বাইরে থেকেছেন। তরুণ মিডফিল্ডার এডওয়ার্ড কামাভিঙ্গাকে লেফটে খেলাতে হয়েছে কোচ কার্লো আনচেলত্তির। দরকারের সময় ক্যানসেলোকেও লেফটে ব্যবহার করতে পারবেন। এই চিন্তায় ম্যানসিটি ডিফেন্ডারে চোখ রিয়ালের।