ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কেনায় নিশ্চিত সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ।

দেশের সব ওয়ালটন প্লাজা, অনলাইনে ওয়ালটন ই-প্লাজা বা ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইট থেকে ‘কম্পিউটার সামার ফেস্ট’ ক্যাম্পেইনের আওতায় প্রতিষ্ঠানটি এই সুবিধা দিচ্ছে। এতে রাইজেন প্রসেসরসমৃদ্ধ এভিয়েন সিরিজের ডেস্কটপে রয়েছে ১৭ হাজার ৫১০ টাকা এবং ল্যাপটপে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়। রয়েছে ছয় মাসের ইএমআই সুবিধা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, ওয়ালটন সব সময়ই ক্রেতাদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রে এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ১০ মে থেকে গ্রাহকদের জন্য এই সুবিধা থাকছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। দেশের সব ওয়ালটন প্লাজার পাশাপাশি ঘরে বসেই ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইট এবং ওয়ালটন ই-প্লাজা থেকে পণ্য কেনা যাবে।