২০২২ সালে ওয়ানডেতে ১৫ ম্যাচে ৩৩০ রান করেছেন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনার সঙ্গে নিয়েছেন ২৪ উইকেট। 

পঞ্চাশ ওভারের ক্রিকেটে গত বছর অসাধারণ পারফরম্যান্স করার পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান মেহেদী হাসান মিরাজ। 

সেই স্বীকৃতির স্মারক হাতে পেলেন বাংলাদেশের এ অলরাউন্ডার। আইসিসির পক্ষ থেকে পাঠানো স্মারক হাতে নিয়ে তোলা ছবি সোমবার নিজের ফেসবুক পেজে শেয়ার করেন মিরাজ।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ২০২২ সালের পারফরম্যান্স মূল্যায়ন করায় আইসিসিকে ধন্যবাদ।’ শুধু গত বছর নয় চলতি মৌসুমেও মিরাজ ব্যাটে-বলে ভালো খেলছেন। তার ব্যাটিংয়ে ভরসা রেখে জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে ওয়ানডে ফরম্যাটে সাতে ব্যাটিং করাচ্ছেন।