- খেলা
- ন্যাপোলিকে ট্রফি জিতিয়ে চলে যাচ্ছেন স্পালেত্তি
ন্যাপোলিকে ট্রফি জিতিয়ে চলে যাচ্ছেন স্পালেত্তি

১৯৮৯-৯০ মৌসুমে ইতালির শীর্ষ লিগ সিরি আ'র শিরোপা জিতেছিল ন্যাপোলি। এরপর পেরিয়ে গেছে ৩৩ বছর। ন্যাপোলিকে শিরোপা এনে দেওয়া ম্যারাডোনাও না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘ বিরতির পর গত ৪মে লিগ শিরোপা জিতে ন্যাপোলি।
৩৩ বছর পর ন্যাপোলির শিরোপা জয়ের অন্যতম কারিগর দলটির কোচ লুসিয়ানো স্পালেত্তির। তবে নেপলসের জনগণকে উৎসবের আমেজে ভাসিয়ে ক্লাব ছাড়ছেন দলটির কোচ। চলতি মৌসুম শেষেই তিনি ক্লাবকে বিদায় জানাবেন।
শিরোপাহীন দীর্ঘ মৌসুমে ন্যাপোলিতে কোচ হয়ে এসেছেন ৩১ জন। এ সময়ে ক্লদিও রানিয়েরি, মার্সেলো লিপ্পি, জিয়ান পিয়েরো ভেনতুরা, মরিসিও সারি, রাফায়েল বেনিতেজ, এমনকি কার্লো আনচেলত্তির হাতেও ক্লাবটির দায়িত্ব ছিল। কিন্তু কেউই নেপলসে উৎসবের পরিস্থিতি এনে দিতে পারেননি। যা এনে দিয়েছেন লুসিয়ানো স্পালেত্তি। তাই প্রশ্ন জাগছে, ক্লাবের এত বড় অর্জনের পরও কোচ কেন চলে যেতে চাইছেন?
নেপথ্যে ওঠে এসেছে ক্লাব সভাপতি অরেলিও দি লরেন্তিসের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন। ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমারকাতো তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্পালেত্তিকে ন্যাপোলিতে রাখতে ২৫ শতাংশ বেতনও বাড়িয়ে দিতে চেয়েছিল কতৃপক্ষ। ২০২৫ এর জুন পর্যন্ত রাখতে আলোচনা হয়েছিল ক্লাবের নির্বাহী পরিচালক আন্দ্রেয়া চিয়াভেল্লির সঙ্গে। কিন্তু ইন্টার মিলানকে হারানোর পর স্পালেত্তি জানান, 'ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনি প্রতিদিন মানসিকতায় বদল আনতে পারেন না। এটা এমন এক পরিস্থিতি, যার ফন্দি অনেক দিন ধরে আঁটা হচ্ছে।'
স্পালেত্তির বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে ক্লাব সভাপতির মন জয় করতে না পারার কথা। তিনি বলেন, 'সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছি। মানুষের (নাপোলির সমর্থকদের) যা প্রাপ্য, সেটা দিতে সবকিছু করতে হয়েছে। এরপরও যদি (সভাপতিকে) সন্তুষ্ট করতে না পারি, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখাই ঠিক হবে। আমি এটা নিয়ে ভেবেছি, উপসংহারে পৌঁছেছি এবং এই সিদ্ধান্তেই অবিচল আছি।'
ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অবিচল থাকায় ইতোমধ্যে নতুন কোচও খুঁজছে শুরু করেছেন ন্যাপোলি কতৃপক্ষ। স্পালেত্তির জায়গায় আনা হতে পারে বেনিতেজকে, যিনি কিনা ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ক্লাবটিকে সামলিয়েছেন।
মন্তব্য করুন