বারবার বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়র। সবশেষ তা মাত্রা ছাড়িয়েছে ভ্যালেন্সিয়া বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে। চলতি বছর এই নিয়ে পঞ্চমবার এমন আচরণের শিকার হলেন ব্রাজিলিয়ান এ তারকা। এবারের ঘটনায় পুরো ক্রীড়া দুনিয়ায় তোলপাড়।

এই ঘটনার পর ব্রাজিলিয়ান তারকার পাশে দাঁড়িয়েছেন খোদ ফিফা সভাপতিসহ সাবেক ও বর্তমান অনেক ফুটবলার। স্পেনের বিচার বিভাগের একটি সূত্রের উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির পাবলিক প্রসিকিউটর ঘটনার তদন্ত শুরু করেছেন। স্পেনের পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ার প্রসিকিউটর অফিস সম্ভাব্য 'হেইট ক্রাইম' হিসেবে ঘটনাটিকে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।

ভিনির সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদকে অনেকেই বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিচ্ছেন। তবে ব্রাজিলিয়ান তারকা যে এবারই প্রথম এমন আক্রমণের শিকার হননি, তা প্রমাণ করতে এবার ভিডিও দিলেন তিনি। নিজের কথার সত্যতা দেখাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সে ভিডিওতে তার সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের ঘটনাগুলো এক করেছেন ২২ বছর বয়সী রিয়াল তারকা।

ভিডিওতে নিজের সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের বর্ণনাও দিয়েছেন ভিনি। তিনি বলেন, 'প্রতিটি অ্যাওয়ে ম্যাচেই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছি। তার মধ্যে চলতি মৌসুমেই সবচেয়ে বেশি। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা টানিয়ে রাখা, অনেক অপরাধমূলক স্লোগান...'

লা লিগায় বর্ণবাদ যে নিয়মিত ঘটনা সেটিও জানিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। ভিডিওতে তিনি লেখেন, 'সব সময় তা বলা হয় যে এসব 'বিচ্ছিন্ন ঘটনা'। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)।'

ভিনি এরপর ভিডিও পোস্ট করার উদ্দেশ্য জানান এভাবে, 'ভিডিওতে প্রমাণসহ আছে। এখন আমার প্রশ্ন, এই বর্ণবাদীদের কয় জনের নাম ও ছবি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমি বলছি, শূন্য।'

ভিনিসিয়াস আরো লেখেন, 'এই লোকগুলোকে অপরাধী হিসেবে চিহ্নিত করা এবং খেলাটির জন্য ক্লাবগুলোকে শাস্তি না দেওয়ার জন্য আর কি বাকি থাকে? আয়োজকেরা লা লিগা কর্তৃপক্ষকে এ নিয়ে নালিশ জানায় না কেন? টেলিভিশনগুলোর কী লজ্জা হয় না এই বর্বরতা সম্প্রচার করতে?'

এর আগে ভ্যালেন্সিয়া ম্যাচের পর বর্ণবাদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লা লিগা কর্তৃপক্ষকেই দায়ী করেন ভিনি। ইনস্টাগ্রামে ২২ বছর বয়সী এ তারকা লেখেন, 'লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটি মনে করে এবং সমর্থকদের দলগুলোকে সাহস জোগায়। বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।' 

ভিনির এই টুইটের পর লা লিগা সভাপতি  হাভিয়ের তেবাস উল্টো ব্রাজিলিয়ান তারকাকেই দোষারোপ করে পাল্টা টুইট করেন, 'বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে ও করতে পারে, সেটা আমরা আপনাকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু নিজের অনুরোধ করা নির্ধারিত দুটি তারিখে আপনি উপস্থিত হননি। লা লিগার সমালোচনা করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত।'