- খেলা
- শোয়েবের থেকে পাওনা টাকা ফেরত চান সাকলাইন
শোয়েবের থেকে পাওনা টাকা ফেরত চান সাকলাইন

একসময় পাকিস্তানের হয়ে রাজত্ব করেছেন শোয়েব আখতার ও সাকলাইন মুশতাক। শোয়েবের গতি আর সাকলাইনের ঘূর্ণিতে কুপোকাত হত বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। সময়ের পরিক্রমায় দুজনেই এখন সাবেক ক্রিকেটার। পাকিস্তান জাতীয় দলের কোচও ছিলেন সাকলাইন।
খেলোয়াড়ি জীবনের আগে থেকেই শোয়েব-সাকলাইন দুই বন্ধু। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে শোয়েবের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন সাকলাইন। এক পর্যায়ে পাকিস্তানের সাবেক এই কোচ জানান যে, শোয়েবের থেকে এখনো তার কিছু টাকা পাওনা আছে, যা শোয়েব নিজের পোশাক কেনার জন্য তার কাছ থেকে নিয়েছেন।'
সাকলাইন বলছিলেন, 'শোয়েব ছোটবেলা থেকে, এমনকি ক্রিকেট খেলার আগে থেকেই আমার বন্ধু। আমরা একে অপরের বাড়িতে যেতাম এবং একসঙ্গে ডাল-রুটি খেতাম। সাবেক এই স্পিডস্টারের ডাকনাম ছিল 'শোয়েবি' এবং 'শোয়েব অভিনেতা'।'
মজাচ্ছলে সাকলাইন সেই টাকা দাবিও করে বসেন, 'শোয়েব ২৫০ রুপি ধার নিয়েছিলেন, তিনি এখনো তা ফেরত দেননি। আমি ওই টাকা ফেরত চাই'।
সেই সময়ের স্মৃতি মনে করে সাকলাইন জানান, একবার ম্যাচ খেলতে এক দল এসেছিল করাচিতে। লালুক্ষেতের একটি দুই রুমের বাড়িতে ২৫ জন ভাগাভাগি করে ছিলাম। শোয়েব ও আমি একই ঘরে ছিলাম।'
সাকলাইন যোগ করেন, 'সেই সময় আমরা দৈনিক ভাতা পেতাম না, বাড়ি থেকে ১৫০০ থেকে ২০০০ রুপি নিয়ে । একবার আমার কাছে মাত্র ২৫০ রুপি বাকি ছিল এবং শোয়েবের কাছে কোনো অর্থ ছিল না। আমরা একটি সিনেমা দেখার পর, শোয়েব নতুন প্যান্ট ও শার্ট কেনার জন্য আমার অবশিষ্ট রুপি নিয়ে নিয়েছিল'
মন্তব্য করুন