জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক ওমানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০ অনুষ্ঠিত হওয়া ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছে জুনিয়র টাইগাররা। 

বাংলাদেশকে প্রথম লিড এনে দেন তাসিন আলী। ম্যাচের ২২ মিনিটে গোল করেন তিনি। দুই মিনিট পরেই ব্যবধান ২-০ করেন জাহিদ হাসান। দুটিই ছিল ফিল্ড গোল। 

তবে তাসিন ও জাহিদ গোল করলেও ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ জুনিয়র হকি দলের ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি। 

জুনিয়র হকিতে ওমানের বিপক্ষে গত জানুয়ারিতে ৭-৬ গোলে জিতেছিল বাংলাদেশ। ওমান ছাড়াও ‌'বি' গ্রুপে পড়া বাংলাদেশ খেলবে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে।