কয়েক দিন আগেই বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন একসঙ্গে সেরে নিয়েছে কোয়াব। পুরোনোরাই নতুন কমিটির দায়িত্বে– নাঈমুর রহমান দুর্জয় সভাপতি আর দেবব্রত পাল সাধারণ সম্পাদক। মজার ব্যাপার হলো, কোয়াবের নির্বাচন পরিচালনাও করেছেন বিসিবি কর্মকর্তারা।

বিষয়টি স্বার্থের সংঘাত কিনা– গতকাল জানতে চাওয়া হয় ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার সভাপতি লিসা স্থালেকারের কাছে। কূটনৈতিক উত্তর দিয়ে বিসিবি এবং কোয়াব উভয় পক্ষকেই খুশি রাখলেন।

তিনি বলেন, ‘সাধারণত আমরা দেখে থাকি এটা (ক্রিকেটারদের সংগঠন) স্বাধীন প্রতিষ্ঠান। তবে সব জায়গায় একইভাবে এটা কাজ করে না। প্রথমত, সঠিক লোক বেছে নিতে হবে। যিনি স্বচ্ছভাবে, উদারতা দিয়ে কাজ করতে আগ্রহী। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দিন শেষে খেলোয়াড়দের সংগঠন এবং জাতীয় বোর্ড খেলার জন্যই তো কাজ করে। সঠিক লোক থাকলে কোনো সমস্যা হয় না।’ লিসা অস্ট্রেলিয়া জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক। আইপিএলে কমেন্ট্রি করতে ভারতে থাকায় বাংলাদেশও সফর করে গেলেন তিনি। বাংলাদেশের নারী ক্রিকেটারদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন তিনি।