- খেলা
- এইচপির অবকাঠামো উন্নয়ন চান দুর্জয়
এইচপির অবকাঠামো উন্নয়ন চান দুর্জয়

এইচপির কোচ হেস্ট ও এইচপির চেয়ারম্যান দুর্জয়। ছবি: বিসিবি
বাংলাদেশ জাতীয় দলে ঢোকার প্রস্তুতির জায়গা এইচপি। এরই মধ্যে বেশ কিছু ক্রিকেটার এইচপি থেকে জাতীয় দলে ভালো করছেন। ক্রিকেটাররা এই প্রোগ্রাম থেকে জাতীয় দলে খেলার ফিটনেস, মানসিক প্রস্তুতি ও টেকনিক্যাল বিষয়ে ধারণা পান।
সেজন্য সুযোগ-সুবিধা দরকার বলে মন্তব্য করেছেন এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। বুধবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের অবকাঠামোতে কিছু গ্যাপ আছে। যেমন- গ্রাউন্ডস, ইনডোর, জিম। বৃষ্টির মৌসুমে আমাদের অনেক সংগ্রাম করতে হয়। এইচপির প্রোগ্রামও বৃষ্টির মৌসুমে করতে হয়। আমাদের আরও কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে।’
এইচপির গুরুত্ব তুলে ধরে সাবেক অধিনায়ক দুর্জয় বলেন, ‘একজন কোচের অধীনে বেশিদিন থাকলে ক্রিকেটারদের বোঝাপড়া ভালো হয়। খেলোয়াড়দের সম্পর্কে কোচের ধারণা ভালো হয়। বোঝাপড়া ভালো হয়। যে কারণে দুই বছরের জন্য ডেভিড হেম্পের সাথে চুক্তি করেছি।’
তিনি জানান, এইচপি জাতীয় দলের জন্য প্রস্তুত হওয়ার জায়গা। জাতীয় দলে গিয়ে সমস্যা মোকাবেলা করার জন্য প্রস্তুত হওয়ার জায়গা। সেজন্য খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া উচিত। এইচপি থেকে সাত-আট জনের জাতীয় দলে উঠে আসার কথা উল্লেখ করে দুর্জন জানান, পুরো ব্যাপারটা খেলোয়াড়দের। যারা তত সুযোগ কাজে লাগাতে পারে, উন্নতি করতে পারে, প্রস্তুত হতে পারে তত জাতীয় দলের জন্য ভালো।
মন্তব্য করুন