- খেলা
- 'তুমি আমার কাছে সতীর্থের চেয়েও বেশি'- আলবাকে মেসি
'তুমি আমার কাছে সতীর্থের চেয়েও বেশি'- আলবাকে মেসি

১১ বছরের বন্ধন ছিন্ন করে এই মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়বেন দলটির লেফট-ব্যাক জর্ডি আলবা। যদিও স্প্যানিশ এই ফুটবলারের সঙ্গে কাতালানদের এখনো এক মৌসুমের চুক্তি আছে। ওই চুক্তির মেয়াদ শেষ না করে মৌসুম শেষে আলবা ক্যাম্প ন্যু ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আলবা ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণার পর তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেন, 'তুমি আমার কাছে একজন সতীর্থের চেয়েও বেশিকিছু। মাঠে একজন সত্যিকারের সহযোদ্ধা। আমরা ব্যক্তিগতভাবে একসঙ্গে কতই না আনন্দময় সময় কাটিয়েছি। আমি মনে করি, তোমার নতুন যাত্রা তোমাকে সাফল্য ও আনন্দ এনে দেবে। সবকিছুর জন্য ধন্যবাদ জর্ডি।'
ভ্যালেন্সিয়া হয়ে ২০১২ সালে ফের ক্যাম্প ন্যুয়ে ফেরেন আলবা। এরপর মেসির বার্সা ছাড়ার আগপর্যন্ত দুজন একসঙ্গে নয়টি মৌসুম কাটান। আলবা ছয়বার লা লিগার শিরোপাসহ, পাঁচবার কোপা দেল রে, একবার চ্যাম্পিয়ন্স লিগ ও একবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন।
মন্তব্য করুন