ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জামানায় কমে যাচ্ছে জাতীয় দলের গুরুত্ব। অনেকেই ধারণা করছেন, সামনের দিনগুলোতে ক্রিকেট হয়ে যেতে পারে ফুটবলের মত। দেশের হয়ে খেলতে হলে তখন ফ্রাঞ্চাইজির কাছ থেকে ক্রিকেটারকে ছাড়পত্র নিতে হবে! এমন শঙ্কার মধ্যেই বিস্ফোরক এক খবর সামনে আনল ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছেন জেসন রয়। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে যোগ দিতেই ইসিবির চুক্তির আওতায় থাকছেন না তিনি। প্রায় ৩ লাখ পাউন্ডে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এ ওপেনারকে দুই বছরের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

এই দলটির মালিকানাতেও রয়েছেন শাহরুখ খান। আর সেখানেই প্রথম ইংলিশ ক্রিকেটার হিসাবে চুক্তি করতে যাচ্ছেন রয়। এছাড়াও অ্যারোন ফিঞ্চ, ডি কক, নর্টজের মতো তারকা ক্রিকেটার অংশ নেবে যুক্তরাষ্ট্রের নতুন এই ফ্রাঞ্চাইজি লিগে।

২০১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়। যদিও বাজে ফর্মের কারণে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে জায়গা হারান তিনি। গত অক্টোবরে ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে একটি শ্রেণিতে রাখা হয়েছিল তাকে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন।

অবশ্য কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে গেলেও, বিশ্বকাপ দলে জেসন রয়ের জায়গা নিয়ে সমস্যা হবে না বলে তাকে জানিয়েছে ইসিবি। যদিও এমন ক্ষেত্রে বোর্ডগুলো কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরই সাধারণত প্রাধান্য দেয়। জেসন রয় যদি ইসিবির চুক্তির বাইরে গিয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি করেন তাহলে তাকে ছাড়পত্র আনতে হবে ওই ফ্রাঞ্চাইজির কাছ থেকেই।

আগামী বছরের আগস্টে টেক্সাসে শুরু হবে এই টি২০ ফ্রাঞ্চাইজি লিগ। যেখানে ছয়টি দল লস এঞ্জেলেস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াটেল, টেক্সাস আর ওয়াশিংটন অংশগ্রহন করবে। এর মধ্যে চারটি দলের মালিকানাতেই থাকছে আইপিএলের চারটি দল।