গেল ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছিল কাতার বিশ্বকাপে জমজমাট কুইজের বিজয়ীদের নাম। গতকাল বৃহস্পতিবার সমকাল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ওয়ালটনের পক্ষে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহ্‌জাদা সেলিম ও সহকারী প্রিন্সিপাল অফিসার আরজু হোসেন, বিজ্ঞাপন বিভাগের জিএম মো. ফরিদুল ইসলাম, ডিজিএম মো. শাহিদুল আকন, ডেপুটি ম্যানেজার মো. নজরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ মো. শহিদুল ইসলাম, সার্কুলেশন বিভাগের জিএম মো. হারুনূর রশিদ, ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল এবং আইটি ব্যবস্থাপক শামসুজ্জামান খান।

ওয়ালটনের দুই পর্বের প্রথম পর্বে প্রথম হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের রাশেদুল ইসলাম। গতকাল তিনি পুরস্কার হিসেবে ওয়ালটন ব্র্যান্ডের ২২০ লিটারের রেফ্রিজারেটর বুঝে নেন। এর পর চাঁদপুর জেলার হাইমচরের ইমরান নেন দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি।

ওয়ালটন প্রথম পর্বের বিজয়ীদের মধ্যে আরও যাঁরা পুরস্কার গ্রহণ করেছেন তাঁরা হলেন– রাজিব কুমার, আনিশা, আফসানুর রহমান, রিফাত, আবিদা সুলতানা, আল-আমিন ও মোস্তফা। ওয়ালটন দ্বিতীয় পর্বে প্রথম পুরস্কার হিসেবে ৪৩ ইঞ্চি এলইডি টিভি হাতে পান মানিকগঞ্জের রিপা। দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি বুঝে নেন ঢাকার চকবাজারের ডলি আক্তার। বাকিদের মধ্যে নিজ নিজ পুরস্কার গ্রহণ করেছেন সুমেন চৌধুরী, খোন্দকার এরফান আলী, মো. শরিফুল ইসলাম, মাইশা, শাওন ও মিনহাজ। এদিকে র‍্যাংগস ইলেকট্রনিকসের কুইজে প্রথম হওয়া ঢাকার লিমন ৪০ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি হাতে পেয়ে উচ্ছ্বসিত। দ্বিতীয় পুরস্কার হিসেবে মিরপুরের মাহফুজা বুঝে নেন তাঁর ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। এ ছাড়া অন্যদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন আনিকা ও আবু ইউসুফ খান সাবু।

তবে ওয়ালটন দ্বিতীয় পর্বে চতুর্থ হওয়া ঢাকার দক্ষিণখানের সিয়াম ও র‍্যাংগস ইলেকট্রনিকসে চতুর্থ হওয়া চট্টগ্রামের হাটহাজারীর সৈয়দ মোস্তফা আলম পুরস্কার নিতে আসেননি। তাঁদের সমকাল কার্যালয়ে এসে নিজেদের পুরস্কার বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।