বাংলাদেশে টেস্টে ম্যাচ ফি দেওয়া হয় ৬ লাখ টাকা। টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় সম্মানী মন্দ নয়। তবে টেস্টের সঙ্গে ‘এ’ দলের ম্যাচ ফির তুলনা করা হলে খুব কমই দেওয়া হয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের একটি ম্যাচ খেলে লাখ টাকা সম্মানী পেয়েছেন এতদিন। জাতীয় লিগে টায়ার ওয়ানের চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের ম্যাচ ফিও ১ লাখ টাকা। সেদিকটি মাথায় রেখে ‘এ’ দলের চার দিনের ম্যাচ ফি বাড়িয়ে দেড় লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

নির্বাচক হাবিবুল বাশার জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়েই প্রস্তাবিত ম্যাচ ফি কার্যকর হবে। বিসিবির নীতিনির্ধারকরাও ম্যাচ ফি দেড় লাখ টাকায় উন্নীত করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানান একজন কর্মকর্তা।

মূলত ‘এ’ দলের সিরিজগুলো জাতীয় দলের পুল হিসেবে দেখা হয়। জাতীয় দলের ছন্দহীন ক্রিকেটার ও উদীয়মানরা এ দলে খেলার সুযোগ পান। তাই ম্যাচ ফির চেয়েও ম্যাচ খেলার সুযোগকে বড় করে দেখা হয়। যদিও ক্রিকেটের উন্নত দেশগুলো এ দলের ক্রিকেটারদেরও সম্মানজনক আর্থিক সুবিধা দেয়।