- খেলা
- লিভারপুলের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউ
লিভারপুলের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউ

ঘরের মাঠে চেলসিকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪-১ গোলে জয় পেয়েছে এরিক টেন হাগের দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে রেড ডেভিলরা। ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়ায় কপাল পুড়েছে লিভারপুলের।
৩৭ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড আছে চতুর্থ স্থানে। আর ৬৬ পয়েন্ট নিয়ে লিভারপুল নেমে গেছে পঞ্চম স্থানে।
ওল্ড ট্রাফোডে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মাত্র ৬ মিনিটে ক্যাসেমিরোর গোলে লিড পায় তারা। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে অ্যান্থনি মার্শালের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
বিরতির পর ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি পায় এরিক টেন হাগের শিষ্যরা। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেজ। ৭৮ মিনিটে গোল করেন মার্কোস রাশফোর্ড। শেষদিকে ম্যাচের ৮৯ মিনিটে একটি গোল শোধ দেয় চেলসি।
চ্যাম্পিয়ন লিগের টিকিট পেয়ে উচ্ছ্বসিত টেন হাগ বলেন, 'ক্লাবটি আবার চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে, এটা আসলেই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রিমিয়ার লিগ থেকে এই জায়গা করে নেওয়ার কাজটা সহজ না। এটা খুবই কঠিন একটি লিগ। যখন এই লিগ থেকে আপনি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিবেন, তার মানে আপনি অনেক ভালো পারফরম্যান্স করেছেন।'
মন্তব্য করুন