চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে কপাল পুড়েছে লিভারপুলের। চ্যাম্পিয়ন্স লিগে খেলার ক্ষীণতম আশাও শেষ হয়ে গেছে তাদের। সেরা চারের সর্বশেষ দল নিউক্যাসল থেকে ৪ পয়েন্ট পিছিয়ে তারা। ফলে আর কোনও সম্ভাবনা লিভারপুলের নেই। এতে রীতিমতো 'বিধ্বস্ত' হয়ে গেছেন লিভারপুলের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ।

হতাশার মৌসুম শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশরীয় এই ফরোয়ার্ড লেখেন, 'আমি পুরোপুরি বিধ্বস্ত। এর কোনো অজুহাত একদমই নেই। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের ছিল, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।'

সালাহ আরো লেখেন, 'আগামী আসরে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে আমাদের সব কিছুই ছিল। কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা লিভারপুল এবং এই টুর্নামেন্টে জায়গা করে নেওয়াটা আমাদের জন্য ছিল ন্যূনতম ব্যাপার। আমি খুবই দুঃখিত। কিন্তু ইতিবাচক কিংবা মনোবল চাঙা করার মতো পোস্ট করার উপযুক্ত সময় এখনও হয়নি'

৩৭ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড আছে চতুর্থ স্থানে। আর ৬৬ পয়েন্ট নিয়ে লিভারপুল নেমে গেছে পঞ্চম স্থানে।

আগামীকাল রোববার মৌসুমের শেষ ম্যাচে সাউদাম্পটনে বিপক্ষে খেলবে লিভারপুল।