- খেলা
- সাফের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা
সাফের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতাটির চতুর্দশ আসর। যা শেষ হবে আগামী ৩ জুলাই। এই টুর্নামেন্টে অংশগ্রহণের আগেই বড়সড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। সম্প্রতি পায়ের চোটে পড়া জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার সাদ উদ্দিনকে সাফে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করিয়েছেন সাদ উদ্দিন। সাফের জন্য ৩৫ জনের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু ফুটবলারদের পায়ে অস্ত্রোপচারের পর মাঠে ফিট হয়ে ফিরতে দুই-তিন মাস সময় লাগায় তার ফেরা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।
যা বেশ বড় ধাক্কা হিসেবেই দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সহকারী কোচ হাসান আল মামুন। তিনি বলেন, 'সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। আমরা যে মডেলের ফুটবল খেলি সে এতে অত্যন্ত কার্যকরী। তার ইনজুরির যে অবস্থা জানলাম এতে আমরা তাকে মিস করতে যাচ্ছি মনে হচ্ছে।'
সাদের বিকল্প নিয়ে জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়েরের সঙ্গে আলাপ করার কথা জানিয়েছেন মামুন, 'সাদের সর্বশেষ অবস্থা এবং সম্ভাবনার বিষয় জানার পর হেড কোচ স্কোয়াডে খেলোয়াড় অন্তর্ভুক্তি এবং ভিন্ন পরিকল্পনা সাজাবেন। আমাদের বিকল্প খেলোয়াড়ও রয়েছে।'
মন্তব্য করুন