- খেলা
- আফিফদের হতাশ করে উইন্ডিজের জয়
আফিফদের হতাশ করে উইন্ডিজের জয়

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে গেলেন আফিফ হোসেনরা। চতুর্থ ইনিংসে উইন্ডিজ 'এ' দলকে ১৯০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ 'এ' দল। শেষপর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল জশুয়া ডি সিলভার দল।
প্রথম ইনিংসে মাত্র ২৩৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩৪৫ রানে থামলে ১০৮ রানের লিড পায় সফরকারীরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলে টাইগাররা।
শুক্রবার চতুর্থ দিন ৪ উইকেট হাতে রেখে ১৬৬ রানের লিডে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। তবে মাত্র ২৪ রান যোগ করতেই অলআউট হয় স্বাগতিকরা। ইরফান শুক্কুর ব্যক্তিগত ৭২ রানে বিদায়ের পর বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ২৯৭ রানেই। শুরুতে সাদমান ইসলাম ৭৪ এবং শাহাদাত হোসেন দিপু ৫০ রান করেন। জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ।
১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। মাত্র ৭০ রানে ৫ উইকেট তুলে নেয় 'এ' দলের ক্রিকেটাররা। স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে এক পর্যায়ে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। শেষপর্যন্ত টাইগারদের হতাশ করে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা। সর্বোচ্চ ৫৪ রান করেন ব্রেন্ডন কিং। এছাড়া ৪৭ রান করেন ডি সিলভা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন টাইগার স্পিনার তানভীর ইসলাম। এছাড়া সাইফ হাসান দুটি ও নাঈম হাসান একটি উইকেটের দেখা পেয়েছেন।
মন্তব্য করুন