একজন গোলকিপার যদি কোনো কারণে ভুল করেই ফেলেন, তাহলে তাঁর চৌদ্দগোষ্ঠী উদ্ধারে নামে নিন্দুকেরা! কিন্তু ওই গোলকিপার যে ১০ থেকে ১৫ জনের সঙ্গে লড়াই করে বুদ্ধি খাটিয়ে বল আটকিয়ে দলকে বাঁচিয়ে দেন, সেটা কি সেভাবে কেউ বলেন। হয়তো ম্যাচ শেষে দুর্দান্ত, অসাধারণ, চমৎকার– এমন দু-একটা বিশেষণ জোটে ওই নায়কোচিত গোলকিপারের জন্য। অথচ বিচার করলে তাঁরাও কিন্তু অনেক ম্যাচের নায়ক। এই নায়করা থাকেন আড়ালে। হ্যাঁ, এটা ঠিক, বছর শেষে একবার তাঁদের পারফরম্যান্সের পাল্লাটা মাপা হয়। তার আগে অনেকে হয়তো জানেও না কোন লিগে কে কেমন করলেন কিংবা কার জন্য কে কী জিতল। এই বিশ্লেষণে সবার আগে যে নামটি নিতে হয় তিনি আর কেউ নন, বার্সার গোলকিপার টার স্টেগান। রীতিমতো জাদুর গ্লাভস হাতে পুরো মৌসুমে আলো ছড়িয়েছেন তিনি। এবার তো ইউরোপের শীর্ষ পাঁচ লিগে স্টেগানই নম্বর ওয়ান।

স্টেগানের পাশাপাশি আরও চারজন আছেন, যাঁরা কিনা নিজ নিজ লিগে দ্যুতি ছড়িয়ে শ্রেষ্ঠত্বের আসনটা অলঙ্কৃত করেছেন। তাঁদের মধ্যে প্রিমিয়ার লিগের ডি গিয়াও আছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলকিপার কেবল লিগেই রেড ডেভিলসদের গোলপোস্টের নিচে ছিলেন দেয়াল হয়ে। প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচের মধ্যে ১৭টিতে গোল জালে জড়াতে দেননি তিনি। তাঁর চেয়ে প্রোভেদেলের পারফরম্যান্স গ্রাফটা ওপরের দিকে। ল্যাজিওর এই কিপার সিরি-এ লিগে ৩৬ ম্যাচের মধ্যে কুড়িটিতেই ক্লিনশিট ধরে রাখেন। এই তালিকার চারে আছেন রেইমসের দিউফ। লিগ ওয়ানের এই গোলকিপার ২৯ ম্যাচের মধ্যে ১৪টিতে গোল খাননি। যদিও তাঁর দলের অবস্থা মোটেও ভালো না। লিগে এখন পর্যন্ত তারা ১১ নম্বরে পড়ে আছে। এ ছাড়া ফ্রেইবার্গের ফ্লেকেন তাঁর দলকে এবার চাঙ্গা রাখতে বড় ভূমিকা রেখেছেন। জার্মান লিগে ৩৩ ম্যাচের মধ্যে ১৩টিতে কোনো গোল হজম করেননি। আর ফ্রেইবার্গও আছে লিগ টেবিলের পাঁচে।

এসব আড়ালের নায়কদের মধ্যে মহানায়ক বনে গেছেন স্টেগান। লা লিগায় ২৫ ম্যাচে গোল না খাওয়া চাট্টিখানি কথা নয়। আর জাভির বার্সার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে স্টেগানের ভাগটাও কম নয়। কেবল স্ট্রাইকাররা গোল করে যে বার্সাকে চ্যাম্পিয়ন করেছে, তা নয়। স্টেগান এভাবে গোলপোস্ট আটকে রাখতে না পারলে হয়তো ভিন্ন ফলও আসতে পারত।

ইউরোপসেরা পাঁচ গোলকিপার

খেলোয়াড়    ক্লাব    ম্যাচ    ক্লিনশিট
টার স্টেগান    বার্সা    ৩৬    ২৫
প্রোভেদেল    লাজিও     ৩৬    ২০
ডি গিয়া    ম্যানইউ    ৩৭    ১৭
দিউফ    রেইমস     ২৯    ১৪
ফ্লেকেন    ফ্রেইবার্গ    ৩৩    ১৩

বিষয় : গোলকিপার টার স্টেগান

মন্তব্য করুন