- খেলা
- বেনজেমার বিকল্প ভাবনায় তিন স্ট্রাইকার, যা বললেন আনচেলত্তি
বেনজেমার বিকল্প ভাবনায় তিন স্ট্রাইকার, যা বললেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। ছবি: ফাইল
করিম বেনজেমা ইনজুরিতে পড়লে তার স্ট্রাইকার পজিশন নিয়ে চলতি মৌসুমে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সম্যানের ইনজুরিতে তরুণ রদ্রিগো গোয়েসকে খেলানো হয়েছে নাম্বার নাইন পজিশনে।
আগামী মৌসুমের জন্য করিম বেনজেমার বিকল্প স্ট্রাইকারের খোঁজে দলবদলের বাজারে চোখ রাখছে লস ব্লাঙ্কোসরা। ক্লাবটি তার দীর্ঘমেয়াদি বিকল্প নিয়ে চিন্তা করছে। তেমন কাউকে না পেলে কাজ চালানোর মতো কাউকে নেবে দলটি।
৩৬ বছর বয়সী বেনজেমার বিকল্প হিসেবে সেল্টা ডি ভিগোর ইয়াগো আছপাছ, অ্যাথলেটিকো মাদ্রিদের আলভারো মোরাতা এবং ইস্পানিওলের জোসেলুর কথা শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও।
রিয়ালের ইতিলিয়ান কোচ কার্লো বলেছেন, ‘জোসেলু? তাকে আমি অনেক পছন্দ করি। আছপাছ এবং মোরাতাকেও আমার পছন্দ। যারা গোল করে তাদের আমার পছন্দ। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আমার কাদের টার্গেট করেছি তা নিয়ে কথা বলতে চাচ্ছি না।’
মন্তব্য করুন