গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স আর চারবারের শিরোপাধারী চেন্নাই সুপার কিংস। আজ আহমেদাবাদে এই দু’দল লড়বে আরেকটি ট্রফি জেতার লক্ষ্য নিয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

যদি চেন্নাই জিতে যায়, তাহলে রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে দলটি। এখনও সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই। সেক্ষেত্রে চেন্নাইও তাদের পাশে বসবে। বিপরীত কিছু হলে টানা দু’বার আইপিএলের শিরোপা যাবে গুজরাটের শোকেসে।

দু’দলই শিরোপা জেতার দাবিদার। কিন্তু কাউকে না কাউকে তো রানার্সআপ হতেই হবে। শক্তিমত্তার বিচারে গুজরাট ভালোই এগিয়ে। তাদের বোলিং লাইন দুর্দান্ত। স্পিন বলি আর পেস আক্রমণ বলি দুই বিভাগেই ঝলক দেখিয়েছে দলটি। অন্যদিকে অভিজ্ঞতার ঝুলি নিয়ে চেন্নাইও সবাইকে তাক লাগাতে পারে আরেকবার। তেমনটি হলে তাদের কান্ডারি মহেন্দ্র সিং ধোনির শেষটাও থাকবে ইতিহাস হয়ে। কেননা আজকের ম্যাচ দিয়েই আইপিএল অধ্যায়ের ইতি টানবেন তিনি।