বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াস জুনিয়রকে টানা দুই ম্যাচে বিশ্রাম দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তার জায়গা পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ রদ্রিগো গোয়েসকে। দুই ম্যাচে গোল করে রিয়ালকে জিতিয়ে ভালো মতোই ওই দায়িত্ব পালন করলেন ব্রাজিলিয়ান অ্যাটাকার। 

রায়ো ভায়োকানোর বিপক্ষে শেষ সময়ে গোল করে লস ব্লাঙ্কোসদের ম্যাচ জিতিয়েছিলেন রদ্রিগো গোয়েস। শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে লিগের ৩৭তম ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তার গোলে ২-১ গোলের জয় পেয়েছে এরই মধ্যে লিগ শিরোপা হাতছাড়া করা রিয়াল। 

সেভিয়ার রামোন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটে গোল করে সেভিয়া। ইউরোপা লিগের ফাইনালে ওঠা দলটির হয়ে গোল করেন তরুণ স্প্যানিশ স্ট্রাইকার রাফা মীর। ২৯ মিনিটে করিম বেনজেমার বিশ্রামে নাম্বার নাইন পজিশনে খেলা রদ্রিগো গোল করেন। 

তার গোলও চোখে লেগে থামার মতো। ফ্রি কিক থেকে দলকে সমতায় ফেরান ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারা এই ফরোয়ার্ড। এরপর ৬৯ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে এখনও জায়গা পাকা করতে না পারা রদ্রিগো। 

এ নিয়ে চলতি মৌসুমে সব মিলিয়ে ১৯ গোল করেছেন রদ্রিগো গোয়েস। শেষ লিগ ম্যাচে খেলার সুযোগ পেলে এবং গোল করতে পারলে প্রথমবার ক্লাব মৌসুমে ২০ গোল করার কীর্তি গড়বেন এই ব্রাজিলিয়ান। মৌসুমে অবশ্য তিনি রিয়ালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।