- খেলা
- টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে জয়সাওয়াল
টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে জয়সাওয়াল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে জয়সাওয়াল। ছবি: ফাইল
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জশস্বী জয়সাওয়াল। ঋতুরাজ গাইকোয়াড়ের জায়গায় নেওয়া হয়েছে তাকে।
আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলা ২৬ বছর বয়সী ওপেনার ঋতুরাজ আগামী ৩ জুন বিয়ে করছেন। সেজন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডবাই তালিকা থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।
ঋতুরাজ বিসিসিআই’কে জানিয়েছে, ৫ জুনের পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। তবে ভারতীয় বোর্ড ওই জায়গায় জয়সাওয়ালকে সুযোগ দিতে চায়। এরই মধ্যে তার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কয়েক দিনের মধ্যে লন্ডন যাবেন তরুণ এই ওপেনার।
জয়সাওয়াল তিন ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত রানের ধারায় আছেন। আইপিএল ১৪ ইনিংসে পাঁচ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৬২৫ রান করেছেন তিনি। ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে নয় সেঞ্চুরি ও দুই ফিফটিতে ১৮৪৫ রান করেছেন তিনি। গড় রান ৮০.২১।
সর্বশেষ রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে ৪৫ গড়ে ৩১৫ রান করেন জয়সাওয়াল। তবে এখনও ভারতীয় দলে কোন ফরম্যাটে অভিষেক হয়নি এই তরুণের। তার আইপিএল ব্যাটিং দেখে ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছিলেন, তিন মাসের মধ্যে জাতীয় দলের জার্সি পরবেন জয়সাওয়াল। টেস্ট দলে স্ট্যান্ডবাই হওয়া প্রথম ধাপ।
মন্তব্য করুন