- খেলা
- ঘোড়দৌড়ে আহত হয়ে আইসিইউতে পিএসজির গোলরক্ষক
ঘোড়দৌড়ে আহত হয়ে আইসিইউতে পিএসজির গোলরক্ষক

স্পেনে ঘোড়দৌড় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিএসজির গোলরক্ষক সার্জিও রিকো। 'গুরুতর অবস্থায়' পিএসজির গোলরক্ষককে হাসপাতালে নেওয়ার পর তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানায়, শনিবার স্ট্রাসবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে পিএসজির শিরোপা নিশ্চিতের পর স্পেনে চলে যান তিনি। সেখানেই এল রোসিওতে দুর্ঘটনার কবলে পড়েন ২৯ বছর বয়সী রিকো। ঘোড়ার পিঠে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ঘোড়ার পিঠ থেকে বেকায়দায় পড়ে যান রিকো। পরে তাকে হেলিকপ্টারে করে সেভিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।
সেভিয়ায় জন্মগ্রহণকারী রিকো নিজ শহরের ক্লাবের হয়ে ইউরোপার দুটি শিরোপা জয়ের পর ধারের খেলোয়াড় হিসেবে ২০১৯ সালে পাড়ি জমান প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে। সেখান থেকে একই বছর ধারে পিএসজিতে যোগ দেন। ২০২০ সালে সেখানে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হন তিনি।
চলতি বছর বিকল্প গোলরক্ষক হিসেবে পিএসজির স্কোয়াডে যুক্ত হওয়ার আগে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত পুনরায় ধারে ফরাসি ক্লাব মায়োর্কায় খেলেছেন রিকো। স্প্যানিশ জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলা এই গোলরক্ষক পিএসজির হয়ে ২৪টি ম্যাচে অংশ নিয়েছেন।
মন্তব্য করুন