- খেলা
- রোনালদো যে দিকে চায়...
রোনালদো যে দিকে চায়...

অভাগা যে দিকে চায় সাগর শুকায়ে যায়! রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থা যেন এমনই হয়েছে। যে দিকেই চোখ দেন, সে দিকেই ট্রফি খরা। জুভেন্টাসে গিয়ে দু-একটা শিরোপা পেয়েছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে একেবারে শূন্য। এরপর মোটা অঙ্কের অর্থ পেয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন।
কিন্তু সিআর সেভেন যাওয়ার পর তাদের অবস্থার উন্নতি দূরে থাক উল্টো মুখথুবড়ে পড়েছে। এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উঠতে পারেনি তারা। এবার প্রো লিগের শিরোপাও হাতছাড়া হয়ে গেল। অথচ যখন রোনালদোর সঙ্গে চুক্তি সই করে আল নাসের, তখন তাদের অবস্থান ছিল টেবিলের চূড়ায়। এখন নেমে গেল দুইয়ে। তাতে কাঠগড়ায় উঠতে হয়েছে রোনালদোকে।
ইউরোপ ছেড়ে সৌদিতে যাওয়ার পর থেকেই রোনালদোকে নিয়ে সমালোচনা। কেন তিনি সেদিকে মন দিলেন। অবশ্য ক্যারিয়ারের শেষ বেলায় এসে খুব যে ভালো ফর্মে আছেন, তাও নয়। ম্যানইউতে থাকাকালে গোলখরায় ভুগেছেন দিনের পর দিন। তখন ক্লাবের সবার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলেন। শেষমেশ এক বিস্ফোরক সাক্ষাৎকারে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয় রেড ডেভিলসরা।
অবশ্য রোনালদোকে ছাড়া চলতে শিখে গেছে ম্যানইউ। এরিক টেন হাগ কোচ হওয়ার পর অনেকটা বদলে যায় ক্লাবের চেহারা। লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়ার দৌড়ে ঠিকই পেরে ওঠে তারা। এ দিকে রোনালদোর স্বস্তি নেই। সেই যে হতাশার চাহনি নিয়ে ইউরোপ ছেড়েছিলেন, এখনও সেটাই। যদিও আল নাসেরের হয়ে গোল কম করেননি। প্রো লিগে তাঁর গোলসংখ্যা ১৬ ম্যাচে ১৪টি।
মন্তব্য করুন