গুজরাট টাইটান্সের বিপক্ষে ফাইনাল দিয়ে আইপিএল ক্যারিয়ারের ইতি টানছেন আম্বাতি রাইডু। রোববার বৃষ্টির কারণে গুজরাট ও চেন্নাই-এর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। সোমবার রিজার্ভ ডে’তে মাঠ গড়ানো ম্যাচই হবে তার শেষ। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ বছরের আইপিএল যাত্রা শেষ করার বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পর চেন্নাইয়ের হয়ে খেলা রাইডু। এর আগে ২০২২ মৌসুমে অবসর নিয়েও ফিরে এসেছিলেন তিনি। এবার ইউটার্নের সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। 

রাইডু বলেছেন, ‘দুটি অসাধারণ দল, মুম্বাই এবং চেন্নাই; ২০৪ ম্যাচ, ১৪ মৌসুম, ১১টি প্লে অফ, ৮টি ফাইনাল, পাঁচটি শিরোপা, আশা করছি এটি ষষ্ঠ হবে। এটি অসাধারণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছে যে, আজ রাতের ফাইনালই হবে আমার আইপিএলের শেষ ম্যাচ। অসাধারণ এই টুর্নামেন্ট, সত্যিই উপভোগ করেছি। সকলকে ধন্যবাদ। এবার আর ইউটার্ন নয়।’

রাইডু দুইশ’র ওপরে আইপিএল ম্যাচ খেলে চার হাজারের ওপরে রান করেছেন। একটি আইপিএল সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এই টপ ও মিডল অর্ডার ব্যাটার। ২০১৮ মৌসুম ছিল তার ক্যারিয়ার সেরা। ওই মৌসুমে ১৫০ এর কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে ৬০২ রান করেছিলেন তিনি।