গ্রাহাম পটারকে বরখাস্ত করে ক্লাব কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে কোচের দায়িত্ব দিয়েছে চেলসি। তবে নতুন মৌসুমের জন্য মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে চুক্তি সম্পন্ন করে রেখেছিল ক্লাবটি। লিগ মৌসুম শেষ হতেই আর্জেন্টাইন কোচ পচেত্তিনোকে হেড কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্লুজ কর্তৃপক্ষ। 

সাবেক টটেনহ্যাম ও পিএসজি কোচ চেলসির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। ২০২৬ সাল পর্যন্ত চেলসির কোচ থাকতে সম্মত হয়েছেন এই আর্জেন্টাইন। 

সোমবার চুক্তির বিষয়ে চেলসির ডিরেক্টর লওরেন্স স্টুয়ার্ট বলেছেন, ‘মাউরিসিওর অভিজ্ঞতা, কাজের মান, নেতৃত্বগুন এবং তার চরিত্র চেলসিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তিনি একজন বিজয়ী কোচ যিনি ভিন্ন ভিন্ন লিগে এবং ভাষায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তার নীতি, ট্যাকটিকস ও কাজের প্রতি অঙ্গীকার অন্যদের চেয়ে তাকে ব্যতিক্রম হিসেবে প্রমাণ করেছে।’ 

চেলসির ৫১ বছর বয়সী নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো ফুটবল ক্যারিয়ারে সেন্ট্রাল ডিফেন্ডার ছিলেন। আর্জেন্টিনার হয়ে ২০ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ইস্পানিওল ও পিএসজির হয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ার শুরু করেন ইস্পানিওল দিয়ে। এরপর সাউদাম্পটনের ডাগ আউটে দাঁড়িয়েছেন তিনি। 

পচেত্তিনো শীর্ষ পর্যায়ের কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন টটেনহ্যামে। পাঁচ বছর দলটির ডাগআউটে দাঁড়িয়ে স্পার্সদের লিগ শিরোপার প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলেছেন দলকে। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুললেও এক মৌসুমের বেশি দলটির ডাগআউটে দাঁড়ানো হয়নি তার।