- খেলা
- আইপিএল ফাইনাল: টস জিতে বোলিংয়ে চেন্নাই
আইপিএল ফাইনাল: টস জিতে বোলিংয়ে চেন্নাই

ছবি: ফাইল
মঞ্চ সাজানো ছিল। ওই মঞ্চে জল ঢেলে দেয় বৃষ্টি। কার্টেল ওভারেও রোববার আইপিএলের ফাইনাল আয়োজন সম্ভব হয়নি। সোমবার রিজার্ভ ডে’তে পূর্ণ ওভারে অনুষ্ঠিত আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক এমএস ধোনি।
গত আসরের চ্যাম্পিয়ন দল গুজরাটের অধিনায়ক হার্ডিক পান্ডিয়াও জানিয়ছেন, টস জিতলে তিনিও শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন। তবে টস জেতা নিয়ে তিনি চিন্তিত নন।
রোববার বৃষ্টির কারণে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু সম্ভব হয়নি। তবে সোমবার সারাদিন আকাশ পরিষ্কার ছিল। গত রাতের বৃষ্টির পর আর বৃষ্টি নামেনি।
গুজরাট টাইটান্স: ঋদ্ধিমান শাহ, শুভমন গিল, সাই সুদর্শন, হার্ডিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নুর আহমেদ, মোহাম্মদ শামি।
চেন্নাই একাদশ: ঋতুরাজ গাইকোয়াড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, মঈর আলী, আম্বাতি রাইডু,রবিন্দ্র জাদেজা, এমএস ধোনি, দিপক চাহার, মাথিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা।
মন্তব্য করুন