- খেলা
- জঙ্গলের খুপরি থেকে হাসপাতালে ভর্তি মুজিবুর
জঙ্গলের খুপরি থেকে হাসপাতালে ভর্তি মুজিবুর

স্বজনদের বঞ্চনা তাঁকে করে তোলে অভিমানী। দীর্ঘ ১৬ বছর কাটিয়ে দেন বাড়ির পাশে জঙ্গলে গড়া ছোট খুপরিতে। শূন্য দৃষ্টি নিয়ে মুজিবুর রহমান সোমবার বসেছিলেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যায়। ছবি: সৈয়দ খলিলুর রহমান বাবুল
অভিমানে ১৬ বছর ধরে জঙ্গলের খুপরিতে বসবাসকারী মুজিবুর রহমানকে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা।
ইউএনও বলেন, ‘বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক মুজিবুর রহমানকে উদ্ধারের নির্দেশ দেন। সে অনুযায়ী হাসপাতালে ভর্তি করিয়েছি। তাঁর জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।’
মুজিবুর রহমানের বাড়ি উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামে। ওই গ্রামের সাবেক রেলকর্মী মৃত লাল মিয়ার ছেলে তিনি। রোববার তিনি জানান, আগে নারায়ণগঞ্জের কাঁচপুরের একটি পাটকলে কাজ করতেন। সৎ ভাইয়েরা তাঁকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করায় অভিমানে বাড়ির পাশের জঙ্গলে আশ্রয় নেন। ২০০৭ সাল থেকে সেখানে একটি খুপরি ঘরে বাস করছেন। অকৃতদার মুজিবুরের এতদিন কেটেছে অর্ধাহারে-অনাহারে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, মুজিবুর রহমান সুস্থ ও স্বাভাবিক আছেন। তবে কিছুটা মানসিক অস্থিরতা ও শারীরিক দুর্বলতা রয়েছে। তাঁর চিকিৎসায় সব ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন