স্পোর্টিং উইকেটে আইপিএলের ফাইনাল হবে। ম্যাচ প্রিভিউ ছিল এমনই। হলোও তাই। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পেয়েছে গুজরাট টাইটান্স। পঞ্চম শিরোপা জিততে ওই রান পাড়ি দিতে হবে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের।

আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল রোববার। বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা না যাওয়ায় সোমবার রিজার্ভ ডে'তে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে গুজরাট। ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহ ভালো শুরু এনে দেন। ৭ ওভারে তারা ৬৭ রান যোগ করেন।

আসরের সর্বাধিক রান করা ওপেনার গিল ২০ বলে ৩৭ রান করে ফিরে যান। সাতটি চারের শট খেলেন তিনি। অন্য ওপেনার ঋদ্ধিমান ৩৯ বলে খেলেন ৫৪ রানের ইনিংস। পাঁচটি চারের সঙ্গে একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। 

তিনে নামা বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন। তরুণ এই ব্যাটারের ব্যাট থেকে আটটি চার ও ছয়টি ছক্কার শট দেখা যায়। এরপর চারে নামা অধিনায়ক হার্ডিক পান্ডিয়া ১২ বলের মুখোমুখি হয়ে ২১ রান যোগ করেন। 

গুজরাটের বড় সংগ্রহের ম্যাচে চেন্নাইয়ের কোন বোলার সুবিধা করতে পারেননি। দিপক চাহার ও রবিন্দ্র জাদেজা ৪ ওভারে সমান ৩৮ রান করে দিয়ে একটি করে উইকেট নেন। বেবি মালিঙ্গা খ্যাত মাথিশা পাথিরানা ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন দুই উইকেট। তুষার দেশপান্ডে ৪ ওভারে খেয়েছেন ৫৬ রান।