বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার নগরীর চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম জানান, নগরীর বহদ্দারহাট মোড়ে রোববার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় সোমবার সকালের দিকে পুলিশ মামলাটি করে।

কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে রোববার বিকেলে নগরের বাকলিয়া অ্যাক্সেস রোড থেকে পদযাত্রা শুরু হয়। বহদ্দারহাট মোড় পর্যন্ত গিয়ে কর্মসূচি শেষ করা হয়। অভিযোগ, ওই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে বিএনপির কর্মীরা। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দাবি করেন, কিছু টোকাই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছিল। তখন বিএনপির কর্মীরাই তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। তাদের কোনো নেতাকর্মী পুলিশের ওপর হামলা করেনি। এ অভিযোগটি ভিত্তিহীন।