- খেলা
- ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রতীকী ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উত্তর মালা গ্রামে আফরোজা আলম নামে এক স্কুল শিক্ষিকাকে হত্যার দায়ে তার স্বামী রবিউল ইসলাম রবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। এ সময় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নিহত আফরোজা আলম শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পারিবারিক কলহের জেরে ২০২০ সালে আলফাডাঙ্গার গড়ানিয়া গ্রামের ভাড়া বাসায় আফরোজাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে ওই আদালতের পিপি সানোয়ার হোসেন বলেন, ১৮৬০ সালের ফৌজদারী আইনের ৩০২ ধারায় এ রায় প্রদান করা হয়।
তিনি বলেন, এর ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
মন্তব্য করুন