- খেলা
- অবিশ্বাস্য দিয়াবাতে, ফাইনালে যেভাবে করলেন চার গোল
অবিশ্বাস্য দিয়াবাতে, ফাইনালে যেভাবে করলেন চার গোল

ফেডারেশন কাপ ফাইনালে একাই চার গোল করা দিয়াবাতের উল্লাস। ছবি: সংগৃহিত
ফেডারেশন কাপ ইতিহাসের সেরা ফাইনাল ম্যাচ! সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এমন কথাবার্তা । ইতিহাস সেরা কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও আবাহনী ও মোহামেডানের ১৪ বছর পরের এই ফেডারেশন কাপ ফাইনালের ম্যাচ যে বাংলাদেশের ফুটবল ইতিহাসে জায়গা পাবে তা বলার অপেক্ষা রাখে না।
ঐতিহাসিক এই ফাইনালের ‘সুলতান’ সুলেমানে দিয়াবাতে। মালিয়ান এই স্ট্রাইকার শিরোপা নির্ধারণী ম্যাচে একাই করেছেন চার গোল। তার পায়ে এবং মাথায় ভর করে ৯ বছরের মধ্যে ট্রফি কেসে দ্বিতীয় শিরোপা তুলেছে মোহামেডান। তাও আবাহনীকে হারিয়ে গৌরবের ফেডারেশন কাপ।
সর্বশেষ ওই নয় বছরে সাতটি শিরোপা জিতেছে আবাহনী। সাম্প্রতিক ফর্মেও এগিয়ে ছিল দলটি। ফুটবলে বসুন্ধরা কিংসের উত্থানে আবাহনীই কেবল লড়াই করে যাচ্ছিল। তবে ম্যাচটা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের পরিসংখ্যানে তাকানো বোকামি। সঙ্গে আলফাজ আহমেদের ছোঁয়ায় বদলে যাওয়ার গল্প তো আছেই।
নিকট অতীতের মতো মাঠে সেরা দলের পরিচয় আবাহনীই দিয়েছে। প্রথমার্ধে দলটি ২-০ গোলের লিডে যায়। দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল মোহামেডানকে ম্যাচে ফেরান দিয়াবাতে। ৫৭ মিনিটে বক্সের বাইরে থেকে বাড়ানো বলে ডান পায়ের শটে জালে পাঠান মালিয়ান এই স্ট্রাইকার। ৫৯ মিনিটে ক্রস থেকে পাওয়া দারুণ এক বল মাথার স্পর্শে জালে পাঠান তিনি।
ম্যাচের ৬৬ মিনিটে আবাহনী আবার লিড নিলে দৃশ্যপটে চলে আছেন মোহামেডানের নাম্বার টেন ওই সুলেমানে দিয়াবাতে। শিরোপার পথে এগিয়ে যাওয়া আবাহনীকে হতাশ করে ৮২ মিনিটে গোল করেন তিনি। এবারও হেড থেকে জালে বল পাঠান দীর্ঘদেহি এই ফরোয়ার্ড। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পেনাল্টি থেকে গোল করে ফাইনালে চার গোল করার কীর্তি গড়েন।
মন্তব্য করুন