- খেলা
- ইনজুরিতে এফএ কাপের ফাইনাল শেষ মার্শালের
ইনজুরিতে এফএ কাপের ফাইনাল শেষ মার্শালের

ট্রেবল শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এই ম্যাচের আগেই দুঃসংবাদই পেল ম্যানইউ।
ইনজুরির কাছে হার মানতে হলো দলটির ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শালকে। হ্যামস্ট্রিংয়ের চোটে এফএ কাপের ফাইনালে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
এক বিবৃতিতে ইউনাইটেড জানায়, পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় ফাইনালে খেলতে পারবেন না মার্শাল।
সর্বশেষ ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে চোট পান মার্শিয়াল। তখন গুঞ্জন উঠেছিল-মিস করতে পারেন ফাইনাল। অবশেষে ক্লাবের বিবৃতিতে সেটিই প্রমাণিত হলো।
বিবৃতিতে লিখেছে, 'চোটের কারণে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে পারবেন না মার্শাল। ওল্ড ট্রাফোর্ডে ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছে। পরীক্ষা শেষে জানা গেছে, পেশি ছিঁড়ে যাওয়ায় ওয়েম্বলিতে ২৭ বছর বয়সী ফুটবলার খেলতে পারবেন না।'
এই মৌসুমে সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯ ম্যাচ খেলেছেন মার্শাল, গোল করেছেন ৯টি।
মন্তব্য করুন