- খেলা
- সেভিয়ার সপ্তম নাকি রোমার প্রথম
সেভিয়ার সপ্তম নাকি রোমার প্রথম

ছয়বার ফাইনালে উঠে ছয়বারই শিরোপা উৎসবে মেতেছে সেভিয়া। গৌরবের রেকর্ডটা টিকিয়ে রাখতে ইউরোপা লিগে আজ আরেকটি ফাইনাল খেলতে নামবে স্পেনের ক্লাবটি। প্রতিপক্ষ এএস রোমা।
ইউরোপা লিগে এখনো শিরোপা জয়ের স্বাদ পায়নি ইতালিয়ান এই ক্লাবটি। সেভিয়াকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইতালির ক্লাবটি। হাঙ্গেরির বুদাপেস্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোমার কোচ মরিনহো বলেন, 'আমার কী অর্জন হবে, সেদিকে মনোযোগ দিচ্ছি না। শুধু রোমা ভক্তদের আনন্দিত দেখতে চাই। এটা এমন একটা শহর, যার জনগোষ্ঠী ফুটবলের জন্যই বাঁচে।'
ইউরোপীয় ফাইনালে হারের অতীত নেই রোমা কোচ হোসে মরিনহোরও। দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি বড় শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। নিজের অভিষেক মৌসুমেই ইতালিয়ান সিরি আ'র দলটিকে ইউরোপা কনফারেন্স লিগ জেতান পর্তুগিজ কোচ। দ্বিতীয় মৌসুমে রোমাকে ইউরোপা লীগ ফাইনালে ওঠান তিনি।
হাঙ্গেরিতে যদি রোমা শিরোপা জিতে যায় তাহলে মরিনহো ছাড়িয়ে যাবেন ইতালিয়ান সাবেক কোচ জিওভান্নি ত্রাপাত্তোনিকে। কোচিং ক্যারিয়ারে ত্রাপাত্তোনিও ইউরোপীয়ান পাঁচটি বড় শিরোপা জয় করেছিলেন।
মন্তব্য করুন