- খেলা
- প্রোটিয়াদের বিপক্ষে খুলনা-রাজশাহীতে খেলবে যুবারা
প্রোটিয়াদের বিপক্ষে খুলনা-রাজশাহীতে খেলবে যুবারা

৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে জুলাইয়ের শুরুতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। খেলা হবে খুলনা ও রাজশাহীতে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিপক্ষীয় সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ জুলাই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ঢাকায় নেমেই তারা চলে যাবে খুলনায়। ৬ জুলাই আবু নাসের স্টেডিয়ামে প্রথম ম্যাচ। ৯ ও ১১ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেও এই মাঠে। এই সিরিজ দিয়েই বহুদিন পর প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট ফিরবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
খুলনা ছেড়ে এরপরই দুই দল চলে যাবে রাজশাহীতে। ১৪ ও ১৭ জুলাই সিরিজের শেষ ম্যাচ হবে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। কিছুদিন আগেই সেখানে পাকিস্তানের যুব দলের বিপক্ষে খেলেছিল বাংলাদেশের যুবা দল।
সিরিজ শেষে ১৮ জুলাই বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
মন্তব্য করুন