আগামী ২১ জুন থেকে ভারতের ব্যাঙ্গালুরুতে বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছিলেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।

চোটের কারণে এবারের সাফে খেলা হচ্ছে না রাইট ব্যাক সাদ উদ্দিন ও ফরোয়ার্ড মতিন মিয়ার। তাদের চোটে কপাল খুলেছে বসুন্ধরা কিংসের তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনের।

এবারের মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে খেলছেন মোরসালিন। তার দল হয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। অন্যদিকে সদ্য ফেডারেশন কাপ জয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণভাগে খেলেন সাজ্জাদ। গত বছর সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে একমাত্র গোলও করেন তিনি। ম্যাচটি ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ।

আগামী ৪ জুন থেকে সাফের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এর আগেই ৩৫ থেকে স্কোয়াড নেমে আসবে ২৭ জনে। এরপর ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কাবরেরা।