ইউরোপিয়ান ফুটবলের সব শিরোপা জিতেছেন হোসে মরিনহো। স্বঘোষিত 'স্পেশাল ওয়ান' আগের পাঁচবারই পেয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার মধুর স্বাদ। রোমার হয়ে উয়েফা কনফারেন্স কাপও জিতেছেন তিনি। সেভিয়ার বিপক্ষে 'স্পেশাল ওয়ান' মরিনহোর রোমাকে তাই ফেবারিট ভাবা হচ্ছিল। 

তবে স্প্যানিশ ক্লাব সেভিয়া বুঝিয়ে দিল তারা ইউরোপা লিগের 'স্পেশাল ওয়ান'। হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় বুধবার রাতের ফাইনালে টাইব্রেকারে সেভিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে রোমা। এর আগে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে অতিরিক্ত সময় শেষেও একই স্কোরলাইন ছিল।

ইউরোপা লিগের শিরোপা হাতছাড়া হওয়ায় রোমার কোচ হিসেবে অভিজ্ঞ মরিনহোর ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা গেছে। এর প্রতিক্রিয়ায় মরিনহো বলেন, 'প্রতিবার ক্লাবের হয়ে লড়াই করতে করতে কোচ হিসেবে আমি সত্যিই এখন বেশ পরিশ্রান্ত।'

পর্তুগিজ এই কোচের ভাষ্য, ফাইনালে রেফারির অনেক সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। আমাদের থেকে প্রতিভাবান একটি দলের বিপক্ষে খেলতে নেমে এমনিতেই সবাই চাপে ছিল। আমরা ম্যাচটি হেরেছি ঠিকই, কিন্তু কোনো ধরনের প্রতিরোধ গড়তে পারিনি। যেভাবে আমি ঘরে ফিরছি, এর আগে কখনই এতটা হতাশ হইনি।

মৌসুমের শেষে ছুটিতে যেতে চান বলেও জানান মরিনহো। এই মুহূর্তে সিরি-আ লিগে রোমা ষষ্ঠ স্থানে রয়েছে, হাতে রয়েছে আর একটি মাত্র ম্যাচ।

/টিআই/