সিলেটে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে শেষ চারদিনের ম্যাচে কঠিন অবস্থানে বাংলাদেশ 'এ' দল। জয়ের জন্য শেষ দিন বাংলাদেশ দলের প্রয়োজন ৪১৪ রান। অন্যদিকে ম্যাচ জিততে ক্যারিবীয়দের দরকার ১০ উইকেট।

প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টের একাদশে ৭টি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তবুও পারফরম্যান্সে তেমন কোন পরিবর্তন দেখা যাচ্ছে না। অতিমানবীয় কিছু না করলে হারের সঙ্গীই হতে হবে যুবাদের।

ম্যাচের পাল্লা ক্যারিবীয়দের দিকেই হেলে আছে। প্রথম ইনিংসে ৪৪৫ রান করে বাংলাদেশকে তারা গুটিয়ে দিয়েছিল ২০৫ রানে। এরপর সুযোগ পেয়েও স্বাগতিকদের ফলোঅন করায়নি উইন্ডিজ 'এ' দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ত্যাগনারায়ন চন্দরপলের অপরাজিত ৮৩ রানে ৫ উইকেটে ২২০ রান তুলে স্বাগতিকদের সামনে ৪৬১ রানের টার্গেট ছুড়ে দেয়। স্পিনার সাইফ ৩টি ও নাসুম ২টি উইকেট তুলে নিলেও ক্যারিবীয়দের ইনিংসে তেমন একটা প্রভাব পড়েনি। 

তবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ছিলো বিনা উইকেটে আজকের দিনটা পার করা। মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান সে কাজটা সম্পন্ন করেছেন। তারা সবাই মিলে আগামীকাল পুরো দিন কাটাতে পারেন কিনা সেটাই এখন চ্যালেঞ্জ।