- খেলা
- অবৈধ বিদেশি লেনদেন: অনুসন্ধান ও মামলা করবে সিআইডি
অবৈধ বিদেশি লেনদেন: অনুসন্ধান ও মামলা করবে সিআইডি

বিদেশ থেকে অপ্রত্যাবাসিত অর্থ সংক্রান্তে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) অনুসন্ধান ও মামলা করবে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি (বিএফআইইউ), ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স ও আইন বিভাগ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিজেদের মধ্যে যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা, প্রশিক্ষণ ও মানি চেঞ্জারের বিষয়ে কাজ করার জন্য একমত হয়েছেন।
বৃহস্পতিবার মালিবাগ সিআইডি সদর দপ্তরের কনফারেন্স রুমে সমন্বয় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিআইডিপ্রধান অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া।
ফাইন্যান্সিয়াল ক্রাইম সংক্রান্ত এ সভায় যৌথ অভিযান পরিচালনা, সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য যৌথ প্রশিক্ষণ, বিদেশে পণ্য আমদানি-রপ্তানি, মানি লন্ডারিং, বৈধ মানি চেঞ্জারের অবৈধ ব্যবসা এবং অবৈধ মানি চেঞ্জারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, বিদেশ থেকে অপ্রত্যাবাসিত অর্থ সংক্রান্তে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সিআইডিও অনুসন্ধান ও মামলা করবে।
সভায় বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কুসুম দেওয়ান, সিআইডির ডিআইজি (অর্গানাইজড ক্রাইম)একরামুল হাবীব, অতিরিক্ত ডিআইজি আমজাদ হোসেন খান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইন বিভাগ) রাশেদ, অতিরিক্ত পরিচালক (ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগ) আব্দুস সালাম শেখ, সহকারী পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরএডি
মন্তব্য করুন