
রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ান এ তারকা ব্যাটারের মতে, ওভালে স্পিন হবে। তবে শুরুতে ব্যাটাররাও সহায়তা পাবেন। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের দুই স্পিনারকে সামলানোর জন্য তৈরি থাকতে হবে তাঁদের। আগামী ৭ জুন লন্ডনের ওভালে শুরু হবে ফাইনাল। কয়েকদিন ধরেই ফাইনালের ভেন্যুতে অনুশীলন করছে অস্ট্রেলিয়া। সে অভিজ্ঞতার আলোকে তাঁর এ সতর্কবাতা।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ফাইনালের উইকেট নিয়ে মতামত দেন স্মিথ, ‘ওভালে ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বল ঘুরতে পারে। ভারতে খেলতে গিয়ে ভারতীয় স্পিনারদের বিপক্ষে আমরা যে ধরনের সমস্যায় পড়ি, তার পুনরাবৃত্তি হওয়া অসম্ভব নয়। এখানে বাউন্সও কিছুটা সমস্যা করতে পারে।’ তাই বলে ওভালের পিচ নিয়ে অখুশি নন তিনি। বরং প্রশংসাই করেছেন, ‘ক্রিকেটের অন্যতম সেরা মাঠ ওভাল। বিদ্যুৎ গতিতে বল ছোটার নজিরও রয়েছে এখানে। তাই এখানে ব্যাটিং করা দারুণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। পেসাররাও পিচের গতি আর বাউন্স থেকে সর্বোচ্চ সুবিধা তুলতে পারেন। তাই আমি মনে করছি, রুদ্ধশ্বাস ফাইনাল হতে পারে ওভালে।’
এই ব্যাটিং সহায়ক পিচের কথা ভেবেই সতর্কবার্তা দিয়েছেন সাবেক অসি কিংবদন্তি রিকি পন্টিংও। তিনি অবশ্য স্পিনারদের নিয়ে কিছু বলেননি, দুই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারাকে দ্রুত আউট করার তাগাদা দিয়েছেন তিনি। ‘আইসিসি রিভিউ’তে পন্টিং আইপিএলে কোহলির দুর্দান্ত ফর্মের কথা উল্লেখ করে বলেন, ‘অস্ট্রেলিয়ানদের অবশ্যই কোহলিকে নিয়ে আলাদা করে ভাবা উচিত। আমার বিশ্বাস তারা সেটা করছেও, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পুজারাকে নিয়েও আলাদা পরিকল্পনা করা উচিত। তারা দু’জনই ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড।’
মন্তব্য করুন