- খেলা
- রোজার মাসে অনুশীলন সূচি অবাক করেছিল রোনালদোকে
রোজার মাসে অনুশীলন সূচি অবাক করেছিল রোনালদোকে

ছবি- আল নাসর
খালি হাতেই সৌদি আরবের প্রথম মৌসুম শেষ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি তিনি। গুঞ্জন উঠেছিল, সৌদিতে মানিয়ে নিতে না পারায় আল নাসর থেকে ইউরোপে ফেরার পথ খুঁজছেন রোনালদো। যদিও পর্তুগিজ উইঙ্গার এই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানালেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে বেশ সুখেই আছেন তিনি।
তবে শুরুর দিকে সৌদি ক্লাবে মানিয়ে নিতে সময় লেগেছে রোনালদোর। এমনকি পর্তুগীজ তারকা অবাক হয়েছিলেন রোজার মাসে ক্লাবের অনুশীলন সময় দেখে। সৌদি প্রো লিগে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, 'ইউরোপে আমরা সাধারণত অনুশীলন করি সকালে। এখানে অনুশীলন হয় বিকেলে বা সন্ধ্যায়, কিংবা রাতে। রোজার মাস যখন শুরু হলো, আমাদের অনুশীলন ছিল রাত ১০টায়! খুবই অদ্ভুত ব্যাপার ছিল তা।'
তিনি আরও বলেন, 'তবে এই ব্যাপারগুলো মানিয়ে নেওয়ারই অংশ। সবই অভিজ্ঞতা ও স্মৃতি। এই মুহূর্তগুলোয় বেঁচে থাকতেই পছন্দ করি, কারণ সবকিছু থেকেই শেখার আছে। এসব কঠিন ছিল অবশ্যই, তবে এমন নয় যে আগে কখনও দেখিনি।'
ইতোমধ্যে শেষ হয়েছে সৌদি প্রো লিগের মৌসুম। যেখানে দ্বিতীয়তে আছে রোনালদোর আল নাসর। নিজের প্রথম মৌসুমে আল নাসরকে কোনো শিরোপা এনে দিতে পারেননি সিআর সেভেন। তবে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ছিল নজরকাড়া। ১৯ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল।
/টিআই/
মন্তব্য করুন