- খেলা
- চট্টগ্রামে ব্যবসায়ী দম্পতির পাসপোর্ট জব্ধ
ঋণখেলাপি মামলা
চট্টগ্রামে ব্যবসায়ী দম্পতির পাসপোর্ট জব্ধ

চট্টগ্রামে ৭ কোটি টাকার ঋণখেলাপি মামলায় মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক জাহাংগীর আলম ও রোমেনা আফরিনের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিডেটের আইনজীবী সিরাজুল মোস্তফা মাহমুদ জানান, ২০২১ সালের ২৫ নভেম্বর সোশ্যাল ইসলামী ব্যাংক খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ মামলাটি করে। তাঁরা ব্যাংকটির চট্টগ্রাম জেলার হাটহাজারী শাখা থেকে ২০১৪ সালের ৩ মার্চ ঋণ নিয়েছেন। ওই ঋণ এখনও পরিশোধ করেননি। তাঁদের কাছে বিভিন্ন ব্যাংকের ১০০ কোটি টাকার বেশি পাওনা আছে। এ অর্থ পরিশোধ না করে তাঁরা ২০২২ সালের মে মাসে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টা করলেও ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন।
আইনজীবী সিরাজুল জানান, জাহাংগীর ও রোমেনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কায় আমরা আদালতে তাদের পাসপোর্ট জব্ধের আবেদন করি। এ প্রেক্ষাপটে আদালত শুনানি শেষে ঋণখেলাপি স্বামী-স্ত্রীর পাসপোর্ট জব্ধের আদেশ দেন। জাহাংগীর আলম জেলার হাটহাজারির উত্তর মেখলের কাশেম মোল্লার ছেলে।
মন্তব্য করুন