- খেলা
- উইন্ডিজ দলে স্যামির সঙ্গী সাবেক দুই অধিনায়ক
উইন্ডিজ দলে স্যামির সঙ্গী সাবেক দুই অধিনায়ক

ক্যারিবীয় ক্রিকেটে আগের সেই জৌলুস এখন আর নেই। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের ঝামেলায় অনেকেই জাতীয় দলের হয়ে খেলেন না। সর্বশেষ বিশ্বকাপে কোয়ালিফায়ার থেকে বাদ পড়েছে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা। এবার নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। দলটির কোচিং স্টাফ ঢেলে সাজাচ্ছে তারা। যার ধারাবাহিকতায় গত মাসে সীমিত ফরম্যাটের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ হয় ড্যারেন স্যামির।
এবার উইন্ডিজের সহকারী কোচ করা হয়েছে দেশটির সাবেক দুই অধিনায়ক কার্ল হুপার ও ফ্লয়েড রেইফারকে। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনও সহকারী কোচ হয়েছেন। তারা সবাই ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দলের সঙ্গে কাজ করবেন।
২০০৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন হুপার। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২৯টি ম্যাচ খেলেছেন হুপার। তার নামের পাশে রয়েছে ১০ হাজারের বেশি রান। কোচ হিসেবেও অভিজ্ঞতা রয়েছে তার।
এক বিবৃতিতে হুপার বলেন, 'আমি বিশ্বাস করি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমি আশাবাদী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব। নিজের দক্ষতা সম্পর্কে আমি জানি। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।'
উইন্ডিজ ক্রিকেট জানিয়েছে, নতুন সহকারী কোচদের স্বল্প মেয়াদে চুক্তি করেছে তারা। ২০২৩ সালের আগস্টে ভারত সিরিজের পর তাদের কাজের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন