কোন রকম চমক ছাড়াই সৌদি আরবে নিজের প্রথম মৌসুম শেষ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা। গুঞ্জন উঠেছিল, সৌদিতে মানিয়ে নিতে না পারায় আল নাসর থেকে ইউরোপে ফেরার পথ খুঁজছেন রোনালদো। যদিও পর্তুগিজ উইঙ্গার এই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানালেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে বেশ সুখেই আছেন তিনি।

সম্প্রতি রোনালদোর আল নাসর ছেড়ে নিউক্যাসল ইউনাইটেডে যাওয়ার গুঞ্জন উঠেছে। কারণ ইংলিশ এই ক্লাবটি সৌদি মালিকানাধীন। এর মধ্যে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা করে নিয়েছে তারা। তবে সৌদিতে থাকার ইচ্ছা প্রকাশ করে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন,  'আমি এখানে সুখে আছি। আমি এখানে খেলা চালিয়ে যেতে চাই। আমি এখানে খেলা চালিয়ে যাব।'

সৌদি লিগকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তিনি, 'আমার মতে, তারা যদি এখানে সেই কাজটা করতে পারে যেটা তারা করতে চায়, তাহলে আগামী পাঁচ বছরে, আমি মনে করি, সৌদি লিগ বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি হবে।'

রোনালদো যখন সৌদি ক্লাবটিতে পা রাখেন তখন তিনটি শিরোপা জয়ের সুযোগ ছিলে আল নাসরের সামনে। কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। কিংস কাপ ও সুপার কাপ থেকে ছিটকে পড়ার পর প্রো লিগে দ্বিতীয় হয়েছে ক্লাবটি। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ খেলে রোনালদো করেন ১৪ গোল।

তাই এই মৌসুমের হতাশা ছেড়ে আগামী মৌসুমে আরও ভালো কিছু করতে চান রোনালদো, 'এই বছর আমি কিছু একটা জেতার প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা পারিনি। আমি সত্যিই আশাবাদী ও আত্মবিশ্বাসী যে আগামী বছর পরিস্থিতি বদলে যাবে এবং আমরা আরও ভালো করব।'

/টিআই/