- খেলা
- লালমনিরহাটে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ২
লালমনিরহাটে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ২

প্রতীকী ছবি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩ জন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কবির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন লালমনিরহাটের পাটগ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪০) ও একই এলাকার মিজানুর রহমান।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর থেকে হাতীবান্ধার উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রী বোঝাই থ্রি-হুইলার কাকিনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ও মিজানুর মারা যান।
মন্তব্য করুন