- খেলা
- লঙ্কানদের হারানো এই আফগানরাই আসছে বাংলাদেশে
লঙ্কানদের হারানো এই আফগানরাই আসছে বাংলাদেশে

মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করে হতাশ ইব্রাহিম জাদরান। অবশ্য তাঁর সে হতাশা বেশিক্ষণ থাকেনি; ২১ বছর বয়সী এ তরুণের ৯৮ বলে ৯৮ রানের ইনিংসেই যে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে আফগানিস্তান।
গতকাল হাম্বানটোটায় প্রথমে ব্যাট করে ২৬৮ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। এ রান তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে সহজেই ম্যাচ জিতে নেয় সফরকারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে এটি আফগানিস্তানের তৃতীয় ওয়ানডে জয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে আফগানদের এই দলটিই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে। ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্ট, ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সিলেটে ১৪ ও ১৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে দুটি টি২০ ম্যাচ খেলবে আফগানরা।
বাউন্ডারি মেরে সেঞ্চুরি স্পর্শ করতে চেয়েছিলেন ইব্রাহিম। এই উচ্চাভিলাষী পরিকল্পনা থেকেই লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে সুইপ করেছিলেন তিনি। কিন্তু শটটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। স্কয়ার লেগ সীমানার ওপর ক্যাচ উঠে যায়। এর মাধ্যমে সমাপ্তি ঘটে তাঁর ১১ চার ও ১ ছয়ে খেলা দারুণ ইনিংসটি। ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি থাকার পরও এভাবে আউট হওয়াটা মেনে নিতে পারছেন না ইব্রাহিম।
ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়েও হতাশা লুকাতে পারেননি তিনি, ‘এভাবে আউট হওয়াটা মেনে নেওয়া কঠিন। সেঞ্চুরির এত কাছে গিয়ে এমন শট খেলা একেবারেই উচিত হয়নি। তবে এটা খেলারই অংশ।’ তবে এই একটি ভুল শটে তাঁর ইনিংস শেষ হলেও এর আগে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়েই আফগানদের জয়ের ভিত রচিত হয়। দ্বিতীয় উইকেটে রহমত শাহর সঙ্গে ইব্রাহিমের ১৪৬ রানের জুটিতেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যায়। রহমত শাহ করেন ৫৫ রান।
দলের মূল বোলার রশিদ খান না থাকার পরও টসে জিতে ফিল্ডিংয়ে নেমে লঙ্কানদের তিনশর নিচে গুটিয়ে দেয় আফগানরা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন ইব্রাহিম, ‘সত্যি কথা বলতে, আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। কন্ডিশন অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করেছে তারা। তাদের চমৎকার বোলিংয়ের জন্যই প্রতিপক্ষ ৩০০ রান করতে পারেনি। এখানে ২৬৮ ভালো স্কোর, তবে খুব ভালো নয়।’ লঙ্কানদের পক্ষে চারিথা আসালঙ্কা ৯৫ বলে ৯১ রান করেন। আগামীকাল একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে।
মন্তব্য করুন