চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পীরখাইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জুনায়েদ (২)। 

স্থানীয়রা জানান, শনিবার সকালে শিশুটির বাবা মাওলানা শোয়াইব পুকুরে মাছ ধরতে যান। এ সময় জুনায়েদ তার বাবার সঙ্গে পুকুর পাড়ে যায়। মাছ ধরা শেষে বাড়িতে জাল রাখতে যান শোয়াইব। ফিরে এসে ছেলে জুনায়েদকে আর পাননি তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ছেলেকে পুকুরে পানিতে ভাসতে দেখেন বাবা। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আনোয়ার থানার ওসি মির্জা মো. হাসান বলেন, পুকুরে ডুবে শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি।