রিয়াল মাদ্রিদ ছাড়ছেন মার্কো অ্যাসেওসিও। জুনে ফ্রি এজেন্টে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়বেন স্প্যানিশ ফরোয়ার্ড। এক বিবৃতি দিয়ে রিয়াল মাদ্রিদ বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবের পক্ষ থেকে নতুন অধ্যায়ের জন্য তাকে শুভকামনা জানানো হয়েছে। 

রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, ‘মাদ্রিদিস্তাস হিসেবে আমরা মার্কো অ্যাসেনসিও এবং তার অবদানকে ভুলবো না। রিয়ার মাদ্রিদ সবসময় তার ঘর থাকবে। আমরা তার ক্যারিয়ারের নতুন অধ্যায় ও তার পরিবারের জন্য শুভকামনা জানায়।’ 

রিয়াল মায়োর্কায় এক মৌসুম খেলে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্কো। পরের মৌসুমে ধারে ইস্পানিওলে খেলে রিয়ালে কাটিয়েছেন সাত মৌসুম। অধিকাংশ মৌসুমই তিনি ব্যাক আপ উইঙ্গার ছিলেন। গত মৌসুমেই তার রিয়ার ছাড়ার গুঞ্জন ছিল। 

তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাকে ছাড়েননি। পর্যাপ্ত গেম টাইম না পাওয়ায় অ্যাসেনসিও চুক্তিও নবায়ন করেননি। সংবাদ মাধ্যম দাবি করেছে, পিএসজির সঙ্গে চুক্তি করবেন ২৭ বছর বয়সী এই বাঁ-পায়ের উইঙ্গার। পিএসজি নাকি তাকে মৌসুমে ১০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব করেছে। 

এর আগে মার্কো অ্যাসেনসিও’র বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন ছিল। ইউরোপা লিগ নিশ্চিত করায় অ্যাস্টন ভিলা তাকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়েছে। তবে পিএসজিই হতে যাচ্ছে তার পরবর্তী ক্লাব। রোববার রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো বিলবাও-এর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে। অ্যাসেনসিওকে ছোট্ট করে সংবর্ধনা দিতে পারে ক্লাবটি।

/এমএইচ/