- খেলা
- মাদক মামলায় চার যুবক কারাগারে
মাদক মামলায় চার যুবক কারাগারে

কারাগারে পাঠানো আসামিরা। ছবি: সমকাল
বগুড়ায় মাদক মামলায় চার যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শুক্রবার রাতে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- শাজাহানপুরের দাড়িকামারীর গ্রামের সাইদুজ্জামান ওরফে সাঈদী আলম (৪০), সাবরুল গ্রামের আতিক (২৬), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পিরোজপুর গ্রামের মোমিনুল ইসলাম (২৮) ও উপরচকপাড়া গ্রামের রিপন আলী (২৪)। তাদের মধ্যে সাইদুজ্জামানের বিরুদ্ধে ৮টি ও আতিকের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন