তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৪ বছর আগে ৪০ শতাংশ বাড়িতেও বিদ্যুৎ ছিল না। আজ শতভাগ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির আমলে ২০০৪ সালে বিদ্যুতের দাবিতে ১৯ জনকে প্রাণ দিতে হয়েছিল।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় ‘আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর আয়োজনে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি বাড়ি বিদ্যুতে আলোকিত করবেন, উচ্চগতির ইন্টারনেট দেবেন, বিভাগ ও জেলা পর্যায়ে হাইটেক পার্ক স্থাপনসহ স্কুল-কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করবেন। প্রতিশ্রুতির অধিকাংশই তিনি বাস্তবায়ন করেছেন।

এর আগে প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজরামপুরে শেখ কামাল ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন এবং সদর উপজেলা পরিষদ চত্বরে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমার প্রত্যাশা, তরুণরা চাকরিদাতা হবেন। একজন চাকরি পেলে এক পরিবার নিরাপত্তা পায়, কিন্তু একজন উদ্যোক্তা তৈরি হলে হাজারো পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আব্দুল ওদুদ এমপি, ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, ফেরদৌসী ইসলাম জেসী এমপি প্রমুখ।